স্টক ভ্যালুয়েশন নিয়ে শেষ পর্বে আজ আলোচনা করব বেঞ্জামিন গ্রাহাম ফর্মূলা দিয়ে। এটি মূলত লং-টার্ম গ্রোথ কোম্পানির ভ্যালুয়েশন করতে ব্যবহার করা হয়।
Intransic Value, V = (EPS *(8.5+2g)*4.4)/Y
এখানে,
g - কোম্পানির৷ ৫/১০ বছরের গ্রোথ রেট
Y - লং-টার্ম AAA বন্ড রেট
উদাহরণ : স্কয়ার ফার্মার এই বছরের এনুয়ালাইজ প্রজেক্টেড ইপিএস ২৮ টাকা। গত ৫ বছরের গ্রোথ ১১%। আমাদের দেশে যেহেতু কর্পোরেট বন্ড তেমন একটা নাই তাই সরকারি ৫ বছর মেয়াদি ট্রেজারী বন্ডের রেট ব্যাবহার করা যেতে পারে, যার সর্বশেষ রেট ৯.৬।
V = (28*(8.5+2*11)*4.4)/9.6 = 391
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন