বিষয় সন্ধান

মঙ্গলবার, ২০ মে, ২০২৫

WALTONHIL

প্রায় পাচ বছর অপেক্ষা করে অবশেষে তাহারে পাইলাম। আমার আইপিও ভাগ্য বরাবরই চরম খারাপ। লটারি সিস্টেমে এপ্লিকেশন করে আইপিও পেয়েছি একন ঘটনা আমার বিনিয়োগ জীবনে এক বারই ঘটেছে। টানা এই ব্যার্থতায় খুব মন খারাপ হয়েছিল ওয়াল্টনের আইপিও এপ্লাই করে ব্যার্থ হওয়ার পর। সেকেন্ডারি ট্রেডিং শুরু হলে দাম এমন জায়গায় চলে যায় যে কেনার ইচ্ছা-ই উবে যায়।

অবশেষে বহু প্রতিক্ষার পরে এমন জায়গায় পেয়েছি যে অপূর্ণ আশাটা এবার পূরণ হয়ে গেল। বিসমিল্লাহ বলে তাই কিনে ফেললাম। ফলিং নাইফ পতঅন কোথায় গিয়ে থাকবে সেই গন্তব্য অজানা। হাই-নিফ্লেশনের কারণে কোম্পানির ব্যবসায়ীক অবস্থা ও সুবিধার না। তবে ভাল ব্যবসা যখন মন্দায় পড়ে তখন পছন্দের দামে পাওয়ার সম্ভাবনা বাড়ে। দাম যেহেতু পছন্দ হয়েছে তাই শুরু করালাম কেনাকাটা। ৪/৫ ধাপে কিনব যদি দাম আরো কমে। আগামী ৫/১০ বছর রাখার ইচ্ছা আছে, যদি না মার্কেট অপ্রত্যাশিত উচ্চ দাম অফার করে।
In bear markets, stocks return to their rightful owners. - মন্দা বাজারে শেয়ারগুল তার গুনমুগ্ধ মালিকের হাতে ফিরে আসে।

WALTONHIL [2025.05.18]
Projected EPS - 30
NAV - 378
P/E - 13.31

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন