মংলা বন্ধরে নতুন টার্মিনাল প্রকল্প ৪০০০ কোটি
চট্রগ্রাম বে-টার্মিনাল প্রকল্প ১৪০০০ কোটি
মাতারবড়ি ডিপ-সি পোর্ট ২৪০০০ কোটি
আগামী ৫-৬ বছরে চট্রগ্রামের আশেপাশে হওয়া বড় তিনটা প্রজেক্ট। মোট ৪০২০০ কোটি টাকা। সাথে যুক্ত হবে জাতীয় ইপিজেডে বিভিন্ন শিল্প কারখানার কনস্ট্রাকশন। আর কন্সট্রাকশন ওয়ার্ক মানেই রড-সিমেন্ট ব্যবসার পোয়া বারো! সুতরাং চট্রগ্রামের আশেপাশে অবস্থিত রড-সিমেন্টের কোম্পানি গুলোর ৫ বছরের ব্যবসা নিশ্চিত।
সমস্যা: ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হাই লিভারেজ কোম্পানি। দেশে সুদের হার বাড়লে অথবা ডলারের দাম বাড়লে মুনাফা কমবে। নতুন সরকার না আসা পর্যন্ত কন্সট্রাকশন ওয়ার্ক কম হবে।
সম্ভাবনা: দেশের ২৫% স্টিল প্রডাক্ট এই ব্রেন্ডের দখলে। উতপাদন ক্ষমতার ব্যাবহার প্রায় শতভাগ। সামনে ক্যাপাসিটি আরো বাড়াবার কাজ চলছে। নতুন সরকার আসলে এবং ইন্টারেস্ট রেট কমে গেছে মুনাফা আরো বাড়বে।
BSRMLTD [ 19.05.2025]
Market Price: 69.7
NAV: 160
Projected EPS: 19
P/E: 3.65
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন