বিষয় সন্ধান

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মিচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড



সমস্যাঃ ৭/৮ টাকার মিচ্যুয়াল ফান্ডের ১ টাকা ডিভিডেন্ড দেয়ায় খুশি হয়ে কিনেছিলাম। কিন্তু রেকর্ড ডেটের পারে প্রাইস এডজাস্ট হয়েছে ১.৫ টাকা! তাই এত ভাল ডিভিডেন্ড দেখে মিচ্যুয়াল ফান্ড কিনে লাভ কি হইল?

সমাধানঃ ১০ টাকা ফেস ভ্যালুর ফান্ড ১ টাকা বা ১০% ক্যাশ দিতে পারার মানে হইল ফান্ডের পোর্টফলিও এবং ফান্ড ম্যানেজার দুইটাই মোটামুটি ভাল। কিন্তু সমস্যা হল আপনার এপ্রোচে আপনি লং-টার্ম ইনভেস্টমেন্ট টুল মিচ্যুয়াল ফান্ডে সর্টটার্ম ট্রেড করে ক্যাপিটাল গেইন পেতে গিয়ে হতাশ হয়েছেন।

এই সমস্যার সমাধান হল লং-টার্ম ইনভেস্টমেন্ট প্লান করা। ১ টাকা ডিভিডেন্ড দেয়া অনেক মিচ্যুয়াল ফান্ডের দাম ৬/৭/৮ টাকা। আবার দেখা যায় ১ টাকা ডিভিডেন্ড দিলে ১.৫ টাকা প্রাইস এডজাস্টমেন্ট হয় রেকর্ড ডেটের পরে । এখন ৮ টাকায় ১ টাকা পাইলে মুনাফা ১২.৫%। রেকর্ড ডেটের পারে ১.৫ টাকা প্রাইস এডজাস্ট হলে ডিভিডেন্ড থেকে পাওয়া ১ টাকা দিয়ে আরো কিছু ইউনিট সস্তায় কিনে রাখেন। ডিভিডেন্ড সহ হিসাব করলে দেখা যাবে পারের বছর আপনার কস্টিং ৬.৫-৭ টাকায় নেমে আসবে। এই ভাবে ৩-৪ বছর ডিভিডেন্ড খেলে এবং ডিভিডেন্ড এর টাকা রি-ইনভেস্ট করলে আপনার অরিজিনাল কস্টিং নেমে আসবে ৪/৫ টাকায়। ৫ টাকায় ১ টাকা ডিভিডেন্ড পেলে মুনাফা হবে ২০%। কিন্তু তখন ডিভিডেন্ড এডজাস্ট হয়ে দাম ৪ টাকায় নামবে না। দেখা যাবে এডজমেন্টের পরেও মার্কেট প্রাইস ৬-৭ টাকা তেই আছে।

ভাল ডিভিডেন্ড দেয়া মিচ্যুয়াল ফান্ড এই ভাবে লম্বা সময় ধরে ইনভেস্টমেন্ট করে কস্টিং কমিয়ে আনতে পারলে এক সময় গিয়ে আর ঐ ফান্ডে লস খাওয়ার ভয় থাকে না। ৫-৭ বছর পরে গিয়ে দেখা যাবে ঐ মিচ্যুয়াল ফান্ড কেনার জন্য আপনি যা ব্যয় করে ছিলেন তা সম্পুর্ন উঠে গেছে। এর পারে ক্যাশ ডিভিডেন্ড যা পাবেই তা পুরাই ফ্রি। আর যদি ১০ বছর পরে গিয়ে ফান্ড ক্লোজ হয় তবে ৯-১০ টাকা এনেভি যা ফেরত দিবে তা হবে একস্ট্রা মুনাফা। যদি ১০ বছর পরে ক্লোজ না করে আরো ১০ বছর টাইম এক্সটেনশন করে তাতেও কোন সমস্যা নাই। কারন আপনার মূল পুজি ৭/৮ বছরেই উঠে যাবে। ক্যাশ ডিভিডেন্ড যা দিবে তা হবে বিনা পুজিতে লাভ পাবার মত অবস্থা।

তাই পুজিবাজারে সময় হল আপনার সব চেয়ে বড় বন্ধু। যদি স্ক্রিপটা ভাল বা মোটামুটি ভাল মানের হয় তবে সময় দিলে তাতে লস খাওয়ার সম্ভাবনা শুন্যে নামানো সম্ভব।

1 টি মন্তব্য:

  1. ভাই ন্যাভের ভিত্তিতে কিভাবে ভালো মিউচুয়াল ফান্ড পছন্দ করবো আর বাংলাদেশের প্রেক্ষিতে ক্লোজ এন্ড ফান্ড না ওপেন এন্ড ফান্ড কোনটাতে বিনিয়োগ করলে বেশি লাভজনক?

    উত্তরমুছুন