বিষয় সন্ধান

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

এপ্স রিভিউঃ লংকাবাংলা ট্রেডএক্সপ্রেস


 
LankaBangla TradeXpress- এটি গত দুই সপ্তাহ ধরে ব্যবহার করছি। নতুন এপ্স হিসেবে আমার অভিজ্ঞতা বেশ ভাল। অন্তরত ডিএসই মোবাইল থেকে এটি এগিয়ে আছে নিঃসন্দেহে। মূলত ডিএসই মোবাইল এপ্স এর মতই ট্রেড এক্সপ্রেস ও মোবাইল এবং ডেস্কটপ দুই প্লাটফর্ম থেকেই ব্যবহার করা যায়।

প্রথম যে ফিচারটি ভাল লেগেছে তা হল ট্রেড এক্সপ্রেসের সিম্পল লগিন ম্যাকানিজম। কিছুক্ষণ পর পর অটো লগ-আউট হয়ে যায় না। আবার প্রতি ট্রেড কনফার্মেশনেই পাসওয়ার্ড দেয়ার ঝামেলা নাই। শুধু তাই না মোবাই সেট পরিবর্তন করলে অথবা পাসোয়ার্ড ভুলে গেলে অতি সহজেই পাসোয়ার্ড রিসেট করা যায়, নতুন ডিভাইস রেজিষ্ট্রেশন করতে হয় না

দ্বিতীয় যে ফিচারটি পছন্দ হয়েছে তা হল ডুয়াল মার্কেট এক্সেস। এক এপ্স দিয়েই DSE এবং CSE তে লেনদেন এবং মার্কেট মনিটর করা যায়। ফলে অনেক সময় দুই মার্কেটে থাকা প্রাইস ডিফারেন্স এর সুযোগ ক্রয়-বিক্রয় কালে নেয়া সম্ভব। বাই-সেল এ অনেক সময় দুই বাজারে ৫০ পয়াসা থেকে এক টাকা পর্যন্ত মূল্যের তারতম্য আমি দেখেছি। আবার যেহেতু দুই বাজারের ইনফরমেশনই এক এপ্সে আসে সেহেতু মার্কেট টাইমে আসা নিউজ গুল অনেক সময় আগে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কর্পোরেট ডিক্লারেশন CSE তে এলেও DSE তে আসে ১/২ ঘন্টা পারে। ফলে যে মার্কেটেই কর্পোরেট ডিক্লারেশন আসুক আপনি আপডেট থাকবেন।


তৃতীয় যা ভাল লেগেছে তা হল এর কাস্টমাইজড ডেশ বোর্ড। টপ-টেন মূল্য হ্রাস-বৃদ্ধির লিস্ট এর পাশাপাশি সেক্টর ওয়াইজ স্টকের লিস্ট দেখা যায়। চাইলে একাধিক ওয়াচ লস্ট তৈরি করে সেভ করা যায়। কোন স্টক ৫২ সপ্তাহের সর্বোচ্চ/সর্বনিম্ন দামে ট্রেড হলে সেই ইন্ডিকেশন ও দেয়।


চতুর্থ যে জিনিসটা ভাল লেগেছে তা হল এর অর্ডার প্লেস করার অপশন। বর্তমানে লিমিট এবং ডে অর্ডার এক্ট্রিভেট আছে। ডিএসই থেকে অনুমোদন পেলে এডভান্সড টাইম বাউন্ড অর্ডার এবং স্টপ-লস অর্ডার ও চালু হবে। অর্ডার প্লেস করার পরে তা মডিফাই করা যায়। ডিএসই মোবাইলের মত পুরোনো অর্ডার কেন্সেল করে আবার নতুন অর্ডার দেয়ার প্রয়োজন নাই। চাইলে ড্রিপে অর্ডার বসানো যায়। এমন কি বাই-সেল অর্ডারের পেছনে কত জন বায়ার সেলার আছে তাও দেখা যায়!!


শুধু ভাল লাগার কথা বললে রিভিউটা এক পেশে হয়ে যাবে। সুতরাং সমস্যার কথাও বলতে হবে। শুরুতেই এক নম্বর ভাল লাগা হিসেবে বলেছিলাম সিম্পল লগিং এর কথা। ১০-২০ মিনিট আইডেল থাকলেও এপ্স অটো লগ-আউট হয়ে যায় না। এটা যেমন সুবিধা তেমন এর কারণে অসুবিধাও আছে। অনেক ক্ষণ আইডেল থেকে তার পরে অর্ডার প্লেস করলে তা প্লেস হয় না (সম্ভবত আইডেল থাকার কারনে বেক এন্ডে কানেশন লস হয়)। সুতরাং অর্ডার দেয়ার পরে অর্ডার ঠিকঠাক প্লেস হল কি না তা আলাদা উইন্ডো থেকে দেখে নিতে হয়। অর্ডার প্লেসে সমস্যা হলে আবার লগ-আউট লগ-ইন করে নিলে সমস্যা সলভ হয়।


দ্বিতীয় যা সমস্যা মনে হয় (যদিও এটা ঠিক সমস্যা না) তা হল এক জায়গায় অনেক বেশি তথ্য-উপাত্ত থাকায় নতুন ব্যবহারকারীরা খেই হারিয়ে ফেলতে পারেন। তবে ব্যবহার করার সাথে সাথে ইউন্ডো গুলোর সাথে পরিচিত/অভস্ত হয়ে গেলে তা অনেকাংশে কেটে যাবে আশা করা যায়। আমি দুই সপ্তাহ আগের চাইতে এখন অনেক বেশি কম্ফোর্ট ফিল করছি।


যেহেতু নতুন এপ্স এবং আমি নিজেও নতুন ব্যবহারকারী যেহেতু আরও অনেক সুবিধা/অসুবিধা থাকাতে পারে যেগুল আমার নজড়ে পড়ে নাই। ডিএসইর মোবাইল এপ্স ইউজার ফ্রেন্ডলি হতে ৩/৪ বছর লেগেছে। তার পরে ও ডিএসইর মোবাইল এপ্স নিয়ে অভাব অভিযোগ এখনো আছে । যদি লংকা-বাংলা ইউজার ফিডব্যাক নিয়ে এপ্স এর ডেভেলপমেন্ট চালিয়ে যায় তবে আশা করা যায় এটি ভাল একটি অনলাইন ট্রেডিং প্লাটফর্ম হতে পারবে। এই এপ্সের যাত্রা সবে শুরু হয়েছে আশা করি সময়ের সাথে সাথে এপ্সটি উত্তর উত্তর বিকশিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন