বিষয় সন্ধান

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

পুঁজি বাজারে এক যুগঃ বাজার যা শেখালো

 




দেখতে দেখতে পুজিবাজারে এক যুগ পাড় হয়ে গেল। ২০০৭ এ নবিশ হিসেবে যাত্রা শুরু করে অনেক কিছু দেখার এবং শেখার সুযোগ হয়েছে। ২০২২ এ এসে  গত চৌদ্দ বছরে যা দেখলাম তার সারাংশ খুব ছোট - "ভাল ব্যবসায় সময় এবং পুঁজি দুইটাই বিনিয়োগ করতে হবে।"

গত ১৪ বছরে  মার্কেট ইন্ডেক্স
২০০০ টু ৮৮০০, ৩৪০% উত্থান
৮৮০০ টু ৩৪০০, ৬১% পতন
৩৪০০ টু ৬৩০০, ৮৫% উত্থান
৬৩০০ টু ৩৬০০, ৪৩% পতন
এখন ৩৬০০ টু ৭৪০০, ১০৫% উত্থান। ভাল সম্ভাবনা আছে এই উত্থান আরো বড় হওয়ার।


মাত্র চৌদ্দ বছরেই তিনটা বড় ঈদের খুশি বয়ে যাওয়া উত্থান যেমন দেখেছি তেমন দুইটা হাড় কাপানো-রক্ত হীম করা পতন দেখার অভিজ্ঞতা ও হয়ে গেছে।

ভবিষ্যতে কী হবে? - মহান আল্লাহ যদি আগামী ১৪ বছর বাজারে থাকার মত হায়াত দেন তবে নিশ্চিত ভাবেই জানি আগামী ১৪ বছরেও বাজারে এমন উত্থান পতন থাকবে। মার্কেট উইল ফ্লাকচুয়েট। এই উত্থান-পতনে তাই  ভয় পাওয়ার অথবা আনন্দে আত্নহারা হওয়ার কিছু নাই। বাজারের স্বাভাবিক ধর্ম অনুযায়ী উত্থান-পতন প্রত্যাশিত বিষয়।

গত এক যুগে বহু স্টক মার্কেট ফেভারিট হয়েছে। আবার তাদের সিংহভাগ সময়ে আবর্তে হারিয়ে গেছে। কিছু কিছু এই লম্বা সময়েও তাদের উৎকর্ষতা ধরে রেখেছে। যারা পেরেছে তাদের খুব কমন একটা বৈশিষ্ট্য হল তাদের প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে সলিড একটা ব্যবসা আছে। যার যার ক্ষেত্রে তারা প্রত্যেকে মার্কেট লিডার অথবা ঐ ব্যবসার বড় একটা মার্কেট শেয়ার তাদের দখলে। দিন দিন সেই দখল আরো শক্ত-পোক্ত হচ্ছে। যাদের উৎপাদিত পণ্য, সেবা হরহামেশা আপনার-আমার ঘরে ব্যবহার হয়।

এই ১৪ বছরে মার্কেটে টিকে থাকার খুব সহজ এবং কার্যকরী উপায় যেটা শিখেছি তা হল - খুঁজে খুজে ঐ ভাল ব্যবসাগুল কিনতে হবে। কম দামে কিনতে পারলে খুবই ভাল হয়। মার্কেটে রোজ রোজ এগুল সস্তায় পাওয়া যায় না। ২/৪ বছরে কম দামে কেনার সুযোগ মেলে। সুযোগ যথন আসে তখন সেগুল সাহস করে কিনে ফেলা আর তারপর ধৈর্য নিয়ে ধরে রাখা। মার্কেটের খারাপ সময়ে অন্যদের সাথে এগুলার দাম কমে ঠিকই, কিন্তু একটু ভাল সময় পেলেই তারা আগের দামে ফিরে আসে।

তাই বিনিয়োগ করলে সেই সব ভাল স্টকে পুজি এবং সময় দুইটাই বিনিয়োগ করুন। ধরে রাখুন, ডিভিডেন্ড খান, ক্যাশ ডিভিডেন্ড গুলো পুনঃবিনিয়োগ করুন। সময় দিলে কম্পাউন্ডিং তার ম্যাজিক দেখাবেই। তাই স্টক নয় ভাল ব্যবসা কিনুন। ফলাফল যা হবে তাতে ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না। ব্যবসাটা যদি ৫-১০ বছরে ২/৩ গুন হয় তবে আপনার বিনিয়োগকৃত পুজিও ২/৩ গুন হবে। এর মধ্যে বাজার বহু বার উঠবে-নামবে যা আপনার মুনাফা করার পথ আটকাতে পারবে না।

1 টি মন্তব্য: