বিষয় সন্ধান

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ভ্যালু ইনভেস্টমেন্ট : DOREENPWR

 


আলহামদুলিল্লাহ !! সদ্য সমাপ্ত ২০২১ সাল পুঁজি বাজারের জন্য খুবই ভাল একটি বছর ছিল । এই বছর বাজারের গড় রিটার্ন ছিল ২৫.০৬%|  ২০১০ পরবর্তী বছরগুলতে এমন হেলদি রিটার্ন জেনারেট করা বছর আমরা খুব বেশী পাইনি।  আমার নিজের জন্যেও বছরটি বেশ ভাল গিয়েছে, আলহামদুলিল্লাহ।

এই বছরে সব চেয়ে বেশী মুনফা করতে পেরেছি DOREENPWR থেকে , টাকার অংকে যার পরিমাণ ৭,৫১,৩৩২| মূলক বড় মুনফা সম্ভব হয়েছে দুইটি কারণে - (১) ভাল স্টক কম দামে কিনতে পারা  এবং (২) মূল্যের উঠা-নামাগুল বুঝে হোল্ডিং ষ্টকের একাংশ বাই-সেল করতে পারা ।

বছরের শুরুতে এই শটকে আমার এভারেজ বাই প্রাইস ছিল ৫৯.৩ টাকা । যা স্টকটির ফান্দামেন্টাল (এনেভি ৪৫, প্রজেক্টেড ইপিএস ৮+ ) অনুযায়ী যথেষ্ট আন্ডার ভ্যালুড। বাজার যেখানে ১৬+ পিইতে ছিল সেখানে এই স্ক্রিপ্ট ৮ পিই এর আশেপাশে লেনদেন হচ্ছিল ।

এপ্রিল থেকে বাজার উর্ধ্মূখী হওয়া শুরু হলে এই স্ক্রিপ্ট ও  উঠানামা করে ৯০+ হয়েছিল । ফলে হোল্ডিং এর একাংশ (২০%) পার্সিয়াল সেল এবং বাই-বেক করতে পেরেছি বেশ কয়েক বার  । বছরের শেষ কোয়ার্টারে মার্কেট কারেকশন শুরু হলে এটি ও ভাল পরিমাণে প্রাইস কারেকশনের সম্মুখীন হয় । যা আমার জন্য ছিল বিক্রিত শেয়ারগুল কিনে নেয়ার সুযোগ । সাথে কোম্পানি ঘোষিত ১২% ষ্টক এবং ১৩% ক্যাশ বোনাস ও ক্লেইম করেছি ।          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন