বিষয় সন্ধান

বুধবার, ২৪ মার্চ, ২০২১

বিনিয়োগকারীর পাঠশালা-১৪: পুজিবাজারে অভিজ্ঞতা টাকায় কিনতে পাওয়া যায় না

আমাদের পুজিবাজারের অধিকাংশই তরুণ বিনিয়োগকারী যাদের বয়স ৪০ বছরের কম। ফেসবুকের মত সোসাল মিডিয়ার পুজিবাজার নিয়ে তাদেরকেই সরব হতে দেখি বেশি। স্বাভাবিক কারনেই এই শ্রেণির বিনিয়োগকারীদের উচ্ছাসের চাইতে হতাশা বেশি। এই তরুণ প্রজন্মই এক সময় অভিজ্ঞ হবে। প্রয়োজন প্রথম ৫/৭ বছর টিকে থাকা। ১৫/১৬ বছরের ছাত্র জীবন শেষে কর্মজীবন শুরুর সামর্থ তৈরি হয়। এর জন্য সময়, শ্রম এবং অর্থ তিনটাই ব্যয় করতে হয়। আমাদের পুজিবাজারে যেহেতু কেউ শিখে ব্যবসা/বিনিয়োগ করতে আসে না, সেহেতু ঐ টিকে থাকার ৫/৭ বছর হল শিক্ষানবিশ কাল আর লস যা দিবে তা হল টিউশন ফি।



১০ বছর এই বাজারে টিকে গেলে বলা যায় তার ভবিষ্যৎ উজ্জ্বল যদি ঐ ৫/১০ বছর শেখার পেছনে ব্যয় করে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, বিহেভিয়ারাল এনালাইসিস কাউকে মুনাফা করিয়ে দিবে না। কিন্তু পুজিবাজারকে জানতে এবং বুঝতে শিখাবে। ১৫-১৬ বছর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমরা যা শিখি তার ৯০% ই কোন কাজে লাগে না কর্ম ক্ষেত্রে। সেখানে কাজের স্পেশালিটি অনুযায়ী স্পেশাল স্কিল ট্রেইনিং নিতে হয়। ঠিক একই ভাবে বই-পুস্তক পড়ে শেখা বিভিন্ন এনালাইসিসকে বেকার মনে হবে লাইভ ট্রেডিং / ইনভেস্টিং করতে গিয়ে। বই-পুস্তক থেকে শেখা টেকনিকগুল নিজের মত করে কাস্টমাইজ করে নিজের সিস্টেম তৈরি করে নিতে পারলেই ধারাবাহিক ভাবে মুনাফা করা সম্ভব।

যারা বলে বেড়ায় এই বাজারে কোন এনালাইসিস কাজ করে না - এর মানে হল তারা এখনো নিজেদের জন্য যুতসই সিস্টেম খুজে পায় নাই। বই-পুস্তকের কোন সিস্টেমই হুবহু কাজ করে না। যদি করতো তবে ৫/১০ টা বই পড়েই গন্ডায় গন্ডায় ওয়ারেন বাফেট, মাঞ্জার, লিঞ্চ, রামদেও আগরওয়াল তৈরি হয়ে যেত। নতুন কিছু শিখতে এবং তাতে স্কিলফুল মাস্টার হতে নুন্যতম ১০,০০০ ঘন্টার অনুশীলন লাগে ( বৈজ্ঞানিকরা তাই বলে)। দৈনিক ৪ ঘন্টা করে হলেও ৬/৭ বছর লাগবে শুধু শিখতে। এর পারে টেকনিক এপ্লাই, কাস্টমাইজেশন এবং টিউনিং এর পালা।

তাই তরুণ যারা আসে এই বাজারে তাদের হতাশ হওয়ার কিছু নাই। ট্রেডিং / ইনভেস্টিং কোন ২+২= ৪ মিলানো সাইন্স না। এটা ফাইনাসিয়াল আর্ট যা শিখতে সময় এবং ধৈর্য লাগে। আবার সব চিত্র শিল্পই রঙ তুলিতে ছবি আকে কিন্তু সবাই জয়নুল আবেদীন হয় না। ন্যাচারাল ট্যালেন্ট এবং ক্রিয়েটিভিটি বলে ও কিছু আছে ! প্রতিদিন শিখার আগ্রহ এবং ক্রিয়েটিভিটি থাকলেই সম্ভব নিজের জন্য পার্ফেক্ট সিস্টেম দাড় করানো। আপনার সিস্টেম আপনাকেই বানিয়ে নিতে হবে কষ্ট করে। কোন গুরু এটা বানিয়ে দিতে পারবে না। এই বাজারে অভিজ্ঞতা টাকায় কিনতে পাওয়া যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন