বিষয় সন্ধান

শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

বিনিয়োগকারীর পাঠশালা-১৫: Dividend Yield (Yield)

উঠতি বাজারে প্রায় সকলে ট্রেডার হয়ে গেলেও  পড়তি বাজারে তাদের  অনেকে রাগে অভিমানে ইনভেস্টর হয়ে যান। কেউ কেউ আবার ঘোষণা দিয়ে এফডিআর ও খুলে বসেন। কিন্তু সব কোম্পানি কি এফডিআর করার যোগ্য? যে কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সামর্থ নেই সে আপনাকে ধৈর্যের ফল হিসেবে ক্যাপিটাল গেইন/রিকোভারি দিতে পারবে। কিন্তু ডিভিডেন্ড গেইন দেয়ার সামর্থ তার নাই।

পুজিবাজার থেকে আয়ের উপায় মাত্র দুইটা - 

  • ক্যাপিটাল গেইন 
  •  ডিভিডেন্ড গেইন

শেয়ার মার্কেটে আমরা সবাই ক্যাপিটাল গেইনকেই মূল টার্গেট করি। ক্যাপিটাল গেইন হবেই সেই নিশ্চয়তা কিন্তু নাই। তাই ক্যাপিটাল গেইন হলে ভাল আর না হলে কান্নাকাটি শুরু হয়ে যায়। সেই তুলনায় ডিভিডেন্ড গেইন অনেকটাই নিশ্চিত।  আপনাকে শুধু ভাল ব্যবসা এবং কন্সিস্টেন্ট ডিভিডেন্ড পলিসি আছে এমন স্টক বাছাই করতে হবে।

শেয়ার মার্কেটে আমরা যে ট্রেডগুল নেই, চাইলে তার জন্য ইন্সুইরেন্স এর ব্যবস্থা ও করা যায়। যদি লস খান তবে ইন্সুইরেন্স কিছু ক্ষতি পূরণ দিবে। আর লাভ হলেও ইন্সুইরেন্স মেয়াদ শেষে কিছু লাভ দিবে। পুজিবাজারে এই ইন্সুইরেন্স এর নাম হল ডিভিডেন্ড ঈল্ড। তো যে ইন্সুইরেন্স বেশি ক্ষতিপূরণ / লাভ দিবে সেটাই তো ভাল। তাই প্রতিটা স্টক কেনার আগে তার ডিভিডেন্ড ঈল্ড ক্যালুলেট করুন। যার ডিভিডেন্ড ঈল্ড বেশি সেটাকে প্রায়োরিটি দিন। ব্যাংকে ১০০ টাকা রাখলে এখন ৪.৫-৫ টাকা পাওয়ার যায়। ব্যাংকের সুদকে যদি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে চিন্তা করেন তবে ব্যাংক এফডিয়ারের ঈল্ড হল ৪.৫% ~ ৫%। 


এখান পুজিবাজারে আপনি যদি ৭/৮/৯/১০% ঈল্ডের কোম্পানি পান তবে সেই ট্রেডটা নেয়া অনেক কম ঝুঁকিপূর্ণ। ক্যাপিটাল গেইন না পেয়ে যদি ফেসেও যান তবু কোম্পানির দেয়া ডিভিডেন্ড থেকে আপনার ব্যাংক এফডিয়ারের চাইতে বেশি মুনাফা হবে। ফলে ২/৪/৬ মাস সেই স্টক নিয়ে বসে থাকলেও আপনার লস হবে না। কারন ব্যাংকে এক বছর টাকা রেখে ৫% মেলে। আর পুজিবাজারে যদি তা ৪/৬ মাসে মেলে তবে স্মার্ট মানি ঠিকই ওই স্টক খুঁজে বের করবে এবং আপনাকে লস থেকে মুক্তি দিবে। সাথে কিছু মুনাফা ও দিবে।

ডিভিডেন্ড ঈল্ডের ফর্মূলা =১০০*( ক্যাশ ডিভিডেন্ড / শেয়ারের   ক্রয় মূল্য)

উলেক্ষ যে কোন স্টকের ডিভিডেন্ড ঈল্ড তার ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাই যিনি যত কম দামে কিনতে পারবেন তার ডিভিডেন্ড ঈল্ড বেশি হবে। আর যদি শেয়ার কিনে না থাকেন তবে বর্তমান বাজার মূল্যকে ক্রয় মূল্য হিসেবে ধরতে হবে।

খুজে বের করুন কোনগুল বর্তমানে ব্যাংক রেটের চাইতে বেশি ঈল্ডে আছে। কন্সিস্টেন্ট ক্যাশ দেয়ার রেকর্ড আছে এমন কোম্পানি যদি আপনি ৭/৮/৯/১০% ঈল্ডে কিনতে পারেন তবে সেটা হবে সিয়োর সট। কিনে চুপচাপ বসে থাকুন। সময় দিন। বাজার মুনাফা আপনার বাসায় এসে দিয়ে যাবে। 

তাই শুধু ক্যাপিটাল গেইন না, ডিভিডেন্ড গেইন টার্গেট করে ব্যবসা করুন। বাজার ক্যাপিটাল গেইন এমনিতেই দিবে।  কথায় আছে যোগ্যতা থাকলে চাকুরী খুজতে হয় না। চাকুরীই যোগ্য প্রার্থি খুঁজে নেয়। তাই খুজে নিন ৬/৭/৮%+ ঈল্ড আছে কার কার। বাজার খুজে খুজে তাদের ক্যাপিটাল গেইন দিবে। অতীতে দিয়েছে,  ভবিষ্যতেও দিবে।

1 টি মন্তব্য: