বিষয় সন্ধান

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

বিনিয়োগকারীদের কিছু সাধারণ প্রশ্ন-১

 


প্রশ্ন-১ 'এ' কেটাগরির ভাল কোম্পানি কিনেছি। কিন্তু দাম বাড়ার বদলে দাম কমে যাচ্ছে কেন দিন দিন?

উত্তরঃ বৃক্ষের পরিচয় তার ফলে। আমড়া গাছের গায়ে আম লিখে দিলেই সেই গাছে আম ধরবে না। কোম্পানির নাম ডাক, ব্রেন্ড ভ্যালু অথবা হোমরা-চোমরা এমপি,মন্ত্রী পরিচালক যতই থাকুক, কোম্পানির ব্যবসা থাকতে হবে । বর্তমান সময়ে ২/১ টা কোম্পানি ছাড়া সবাই ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করে। লোনের ইন্টারেস্ট রেট যেখানে ৯% সেখানা যদি কোম্পানি ১২-১৫%+ রেটে ব্যবসাই করতে না পারে তবে ব্যাংকের লোন শোধ করবে কি? , ব্যাবসা বড় করবে কি?  আর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিবে কি? সুতরাং কোম্পানির আয় (EPS) তার সম্পদের(NAV)  মিনিমাম ১২-১৫% হতে হবে। অর্থাৎ ROE >= 12-15%+ হতে হবে।
ROE=100*(EPS/NAV)
এই ROE হল চিনি বা গুর। যত বেশি পাবেন মিষ্টি তত বেশি হবে আর পিপড়া (স্মার্ট মানি) ও সেই দিকেই যাবে।

প্রশ্ন-২ আমি ভাল NAV, EPS দেখেই কিনেছি। তার পারেও দাম কমে?

উত্তরঃ জিপি, স্কয়ার ভাল কোম্পানি। সবাই এক নামে চেনে। তার পরেও জিপি ৫০০, স্কয়ার ৩০০ টাকায় কিনে পাব্লিক লস করে। আবার যারা জিপি ২৫০, স্কয়ার ১৭০ টাকায় কিনে কেউ মুনাফা করে । কারন কি? কারন হল কোম্পানি ভাল হলেও তা উচ্চ দামে কেনা যাবে না। কমে কিনার জন্য অপেক্ষায় থাকতে হবে। বাজারে ৩৬০+ কোম্পানি। বছরে কেউ না কেউ কমে কেনার সুযোগ দিবেই। ব্যাংকে ১০০ টাকা রাখলে এখন ৫ টাকা সুদ পাওয়া যায়। মানে ১ টাকার জন্যে ২০ টাকা ইনভেস্টমেন্ট করা লাগে। তো আপনি যদি এখন ১ টাকা আয়ের জন্যে ৩০-৪০  টাকা ইনভেস্ট করেন তবে ব্যাংক এফডিয়ারের চাইতে ঝুকি বেশি নিচ্ছেন। আর যদি এমন হয় ১০/১২/১৫ টাকা ইনভেস্ট করেই ১ টাকা আয় করা কোম্পানি কেনা যায় তবে তা নিশ্চিত ভাবেই ব্যাংক এফডিয়ারের চাইতে কম ঝুকির! পুজিবাজারে ঝুঁকি কম নিন তাতে মুনফা কিছু কম হবে।  কিন্তু লস হবে না ইনশাআল্লাহ।

প্রশ্ন-৩  তাইলে কিনবো কোনটা? আইটেম দেন ?

উত্তরঃ ভাই আইটেম বানানোর সব চেয়ে সোজা ফর্মূলাটাই আপনাকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। হারিকেন দিয়ে গরু খোজার মত করে খুজে বের করেন কোন কোম্পানির ROE >= 12-15%+ কিন্তু PE <= 15. দেখবেন ৩৬০ কোম্পানির মধ্যে ৬০ টাও খুঁজে পাবেন না। খুব বেশি হলে ১৫-২০-৩০ টা পাবেন। এবার সেই ছোট তালিকা থেকে বাছাই করেন কোনটার ব্রান্ড ভ্যালু বেশি। কোন কোম্পানির প্রডাক্ট মার্কেটে চলে ভাল। কোন কোম্পানির মালিকের সরকারি লিংক ভাল। কোনটার টেকনিক্যাল চার্ট ভাল। অথবা কোনটা নিয়ে এখন মার্কের রিউমার/ সাউন্ড ভাল। কোনটা এখন টপ-২০ তে ট্রেড হয় - এই রকম যত ধরনের এনালাইসিস আপনি জানেন সব করেন সেই সর্ট-লিস্টে থাকা ১৫-২০-২৫ কোম্পানি নিয়ে। আইটেম আপনি নিজেই বানাতে পারবেন। মামু লাগবে না।

1 টি মন্তব্য: