বিষয় সন্ধান

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

বিনিয়োগকারীর পাঠশালা-১১: লং-টার্ম ইনভেস্টমেন্ট এবং কিছু ভুল ধারণা

 

লং-টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মাঝে কিছু ভুল ধারণা আছে। আমরা অধিকাংশই ভাবি শেয়ার কিনে নাকে তেল দিয়ে ঘুমানোর নামই বুঝি লং-টার্ম ইনভেস্ট! প্রকৃত পক্ষে লং-টার্ম ইনভেস্টমেন্ট হল গাছ লাগিয়ে ফল খাওয়ার মত। শুধু গাছ লাগিয়ে পাচ বছর পরে ফল পাড়তে গেলে ফল দূরে থাক গাছের মূল, লতাপাতা ও খুজে পাওয়া যাবে না।



ভালো চারা গাছ লাগাতে হবে। সময় মত সার-পানি দিতে হবে। কীটনাশক, বেড়া দিয়ে বিপদ থেকে বাচাতে হবে। ঝড়ে খুটি দিতে হবে। মরা ডাল পালা এবং অপুষ্ট ফলে কেটে ফেলে দিতে হবে। তবেই ৩/৫ বছর পরে হৃষ্টপুষ্ট রসালো ফল খাওয়ার যোগ্য হবে। রাজশাহী থেকে আম কিনে ঢাকায় এনে বিক্রি করে মুনাফা করা যত সহজ, বাগানে আম ফলিয়ে মুনাফা পাওয়া তত সহজ না। ধৈর্য, অধ্যাবসায় এবং পরিশ্রম করতে হয় বিস্তর।

শুধু শেয়ার কিনে মুরগীর মত ওম দেয়ার নাম লং-টার্ম ইনভেস্টমেন্ট নয়। ঐটা পাথরের টুকরা না ডিম তা দেখতে হবে। যাচাই বাছাই করে হৃষ্টপুষ্ট ডিমে তা দিতে হবে। সদ্য ফোটা বাচ্চার যত্ন নিতে হবে। তবেই ডিম থেকে বাচ্চা মুরগির -> মুরগি থেকে আরো বেশি ডিম -> আরো বেশি বাচ্চা পাওয়া যাবে।

উদাহরণ হিসেবে ধরুন আপনি একটা ঐষধ কোম্পানিতে বিনিয়োগ করবেন। তাহলে আগে ফার্মা সেক্টর নিয়ে খোঁজ খবর শুরু করুন। কারা মার্কেট প্লেয়ার, কোন কোম্পানির সেলস কেমন। এলাকার ঔষধের দোকানে গিয়ে ১-২ মাস আড্ডা মেরে বের করুন কোন কোম্পানির ঔষধে দোকানির লাভ বেশি, ঔষধের কোয়ালিটি কেমন, প্রতিযোগী কোম্পানির চাইতে কে কোন দিক দিয়ে এগিয়ে। কোম্পানিগুলোর এরিয়া মেনেজারদের সাথে উঠাবসা করে খোজ খবর নিন কার ব্যবসা কেমন চলছে। সর্বপরি সে ঐ কোম্পানির চাকুরি করে খুশি কি না।

ফিল্ড ওয়ার্ক শেষে এবার ডেক্স ওয়ার্ক শুরু করুন।  গত ৫ বছরের আয় রোজগার কেমন, লোন কেমন, পুজি কেমন, ঠিক মত লোন পরিশোধ করতে পারে কি না। ভবিষ্যৎ প্রডাক্ট কি কি আনবে। আয় রোজগার ভবিষ্যতে বাড়বে কি না। বাড়লে কত বাড়বে। একাউন্স দেখে চোর বাটপার মনে হয়, নাকি মোটামুটি সততা আছে তা বুঝার চেষ্টা করুক। ঔষধ ব্যবসা নিয়ে একজন ঔষধ কোম্পানির মালিকের যা নলেজ লেভেল আপনার নলেজ লেভেল তার সমকক্ষ না হলে ও যত দূর সম্ভব কাছাকাছি মানে নিয়ে যেতে হবে। তবেই নেক্সট স্কয়ার, রেনেটা খুজে পাবেন। নইলে সেন্ট্রাল ফার্মা কিনে পাঁচ বছর পরে ডাম্ব ইনভেস্টর হয়ে যেতে হবে।

আনেকে ভাবতে পারেন কী দরকার এত কষ্ট করা। শেয়ার বাজার বুঝে  এমন দুই-চার জনকে ফলো করলেই তো নেক্স স্কয়ার, রেনেটার খবর পাওয়া যায়! প্রথমত ২/৪/৬ মাস খাতা-খাটুনি করে কেউ আপনাকে পাকা আমের খোঁজ দিবে না। আপনি পাবেন আমের আটি যা  চূষে ফেলে দেয়ার সময় হয়ে গেছে ।

আর সত্যি সত্যি কেউ আপনাকে আমের চারার খোঁজ  দিলেও তা আপনি  ধরে রাখতে পারবেন না। কারণ ঐটা আম না আমড়া সেই বিশ্বাস আপনার থাকবে না। বাজারে একটু নাড়াচাড়া হলেই আপনি জড়ে যাবেন এবং নতুন আমের খোজ করবেন। যে ব্যাক্তি কষ্ট করে খুজে বের করেছে বিশ্বাসটা তার মনেই তৈরি হবে। অন্য কারো মনে সেই কনফিডেন্স তৈরি হবে না। তাই খোজাখুজির কষ্ট টুকু নিজে করলেই পুরো ফলটা খেতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন