বিষয় সন্ধান

মঙ্গলবার, ২০ মে, ২০২৫

৩০% পরিচালক শেয়ার হোল্ডিং কোটা কেন পূরণ হয় না ?

ACTIVEFINE, AFCAGRO, AFTABAUTO, AGRANINS, APOLOISPAT, AZIZPIPES, BAYLEASING, CENTRALPHL, CNATEX, COPPERTECH, DELTASPINN, FAMILYTEX, FASFIN, FINEFOODS, FUWANGFOOD, GENNEXT, GSPFINANCE, IBP, ISNLTD, MITHUNKNIT, NORTHERN, OAL, PHARMAID, PHOENIXFIN, PLFSL, POPULARLIF, PREMIERLEA, RSRMSTEEL, SALVOCHEM, SHURWID, STANCERAM, UNIONCAP

এই তালিকার কয়টা কোম্পানিতে এক জন সুস্থ স্বাভাবিক চিন্তা সম্পন্ন বিনিয়োগকারী তার কষ্টের উপার্জন বিনিয়োগ করবে? হাতে গোনা ২/৪ টা বাদে অধিকাংশই স্ক্রেপ কোম্পানি। যাদের ব্যবসা নাই, মুনাফা নাই, ঋণের ভারে ডুবে যাওয়া কোম্পানি। অথচ বাজারের নির্বোধ লোকজন আশায় আছে নিয়ন্ত্রক সংস্থা পরিচালকদের শেয়ার কিনতে বাধ্য করে ৩০% কোটা পূরণ করবে।

পরিচালক হইতে/থাকতে এক জন ব্যাক্তির ২% শেয়ার থাকাই যথেষ্ট। বোর্ডের ৩০% না থাকলেও ব্যাক্তিগত ভাবে তার পরিচালক থাকায় কোন সমস্যা নাই। তাহলে কোন আক্কেলে জেনে-বুঝে এক জন পরিচালক শেয়ার কিনবে? কারো বন্ধ কোম্পানি কিংবা ঋণে জড়জড় কোম্পানির পরিচালক হওয়ার ইচ্ছা থাকলে বাজার থেকে ২% শেয়ার কিনেই পরিচালক হইতে পারে। সবার জন্য উন্মুক্ত এই অফার কোন সুস্থ-স্বাভাবিক বিনিয়োগকারী কি গ্রহণ করবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন