বিষয় সন্ধান

রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

বিনিয়োগকারীদের কিছু সাধারণ প্রশ্ন-২

 

লেখা লেখির সুবাদে পুজিবাজারের পরিচিত অপরিচিত অনেকের সাথেই ব্যাক্তিগত পর্যায়ে কথা বার্তা হয়। তাদের কাছ থেকে শোনা খুব কমন একটা প্রশ্ন হল - 
 
প্রশ্ন-৪ পুজিবাজারের আয় থেকে সংসারিক খরচ মেটানো সম্ভব কি না?

উত্তরঃ সম্ভব যদি আপনার যথেষ্ট ক্যাপিটাল এবং বিনিয়োগ শিক্ষা থাকে। এই দুইটার কোন একটা না থাকলে সম্ভব না।

আপনার যত বড় পুজি থাকুক পুজির নিরাপত্তা নিশ্চিত করার মত জ্ঞান না থাকলে তা এক সময় লুট হয়ে যাবে। ভাল মার্কেটে কিছু না জেনে বুঝেও আপনি মুনাফা করতে পারবেন। যেমন ২০০৯-১০ সালের বাজারে অনেকে করেছেন। যা কিনেছেন  তাতেই লাভ করেছেন। কিন্তু ২০১০-১৩ সালের ধসের বাজারে সেই মুনাফা এবং পুজি টিকিয়ে রাখতে পারে নাই। কোটি টাকার পোর্টফলিও শুন্য হয়ে গেছে।

যদি আপনি মনে করেন পুজির নিরাপত্তার নিশ্চিত করা এবং ভাল স্টক বাছাইয়ে আপনার যথেষ্ট এক্সপার্টিজ আছে তবে দ্বিতীয় যা লাগবে তা হল যথেষ্ট পুজি। যদি আপনার মাসিক ব্যয় ৫০ হাজার হয় তবে ৫০*২৪= ১২ লক্ষ টাকা ব্যাংকে আলাদা রাখুন দুই বছরের পারিবারিক খরচ বাবদ। শেয়ার বেচে আলু-পটল কেনা থেকে শুরু করে বাড়ি ভাড়া দেয়ার চিন্তা যেন করতে না হয়।

১৯৮৩ থেকে ২০২০ সাল পর্যন্ত আমাদের বাজারে ইয়ার্লি রিটার্ন হিসাব করলে দেখা যায় তা ১০-১২% এর আশেপাশে । মানে কম রিস্ক নিয়ে বিনিয়োগ করলে এই পরিমাণ মুনাফা করা খুবই সম্ভব এই বাজারে। সুতরাং বছরে ৫০*১২= ৬ লাখ টাকা সংসার খরচ নিশ্চিত মুনাফা আকারে তোলার জন্যে আপনার পুজি লাগবে ৬০ লক্ষ টাকা (১০% বার্ষিক মুনাফা হিবেসে)।

হ্যাঁ আপনার যদি গত তিন- পাঁচ বছরে নিয়মিত ১৫%-২০% মুনফা করার অতীত রেকর্ড থাকে তবে আপনি হিসাবটি ১৫%-২০% মুনফা ধরে করতে পারেন। সে ক্ষেত্রে আপনার পুঁজির পরিমাণ হবে ৪০ লক্ষ ((১৫% বার্ষিক মুনাফা হিবেসে) । আর ২০% বার্ষিক মুনাফা হিবেসে পুঁজির পরিমাণ হবে ৩০ লক্ষ টাকা। 

যদি এই পরিমাণ পুজি এবং বিনিয়োগ শিক্ষা আপনার না থাকে তবে পুজিবাজারকে প্রাইমারি আর্নিং সোর্স বানানো আপনার জন্য নিরাপদ না। আগে এগুল অর্জন করুন তার পারে সাহস করতে পারবেন চাকুরী, ব্যবসা ছেড়ে ফুল টাইম বিনিয়োগকারী হবার। তার আগ পর্যন্ত পুজিবাজার হল আপনার জন্য সেকেন্ডারি আর্নিং সোর্স।

1 টি মন্তব্য: