বিষয় সন্ধান

বুধবার, ২৭ মার্চ, ২০১৯

পেসিভ ইনভেস্টমেন্ট-২: GRAMEENS2




কথায় আছে নিজের কাজ মোটামুটি পাড়লেও ভাল, না পারলে অন্যের কাছে যাও যে ঐ কাজে সব চেয়ে ভাল। একই কথা ইনভেস্টমেন্টের বেলাও সত্য। নিজে না পাড়লে স্পেসালিস্টদের কাছে যাওয়া উচিত, যেমনটা আমরা যাই উকিল বা ডাক্তারের ক্ষেত্রে।
মিচ্যুয়াল ফান্ডের নাম শুনলে অনেকের গায়েই ১০৪ ডিগ্রি জ্বর আসে। ২০১০-১২ সালে ১০ টাকার ইউনিট ২০-৩০ টাকায় কিনে চুনা খাওয়া লোকজন এখন দই দেখলেও ভয় পায়।
গ্রামীন-২, এইমস বাংলাদেশের নাম করা একটি মিচ্যুয়াল ফান্ড। ২০১০ সালে বাজারে আসা এই ফান্ড আশাতীত মুনফা দিয়েছে তার বিনিয়োগকারীদের।
১০ টাকায় এই ফান্ডের ১০০ ইউনিট যিনি পেয়েছিলেন ২০১৯ এ এসে তার রিটার্ণ ৯৩৬ টাকা ক্যাশ ও ১১৭ টি বোনাস ইউনিট (মোট ২১৭ টি ইউনিট)
২০১০ সালের ১০*১০০=১,০০০ টাকার বর্ত্মান মূল্য ৯৩৬+২১৭*১৩ = ৩৭৫৭ বা ২৭৫% মুনফা ৮ বছরে ! গড়ে ১৮% রিটার্ণ প্রতি বছর !
অনেকেই ভাবতে পারেন ৩৬ টা লিস্টেড ফান্ডের মধ্যে এটা একটা ফ্লুক। তারা NLI1STMF, SEBL1STMF, RELIANCE1 এর রিটার্ন ক্যাল্কুলেট করে দেখতে পারেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন