বিষয় সন্ধান

বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

ইনকাম ইনভেস্টমেন্টঃ UPGDCL

বিনিয়োগ সময় কালঃ ২০ শে এপ্রিল থেকে ৪ঠা জুন ২০১৭, ১.৫ মাস।
মুনাফার হারঃ ২০ শতাংশ

ইনকাম ইনভেস্টমেন্টে প্রধানত কোম্পানির ডিভিডেন্ডকে টার্গেট করা হয়, ক্যাপিটাল গেইন এখানে মুখ্য নয়। তবে ডিভিডেন্ডের আগেই আশাতীত ক্যাপিটাল গেইন পেয়ে গেলে তা বুক করে ট্রেড ক্লোজ করা যেতে পারে।

UPGDCL - বিদ্যুৎ খাতের কোম্পানিটি ৩য় প্রান্তিকে ৮.৮৫ টাকা মুনাফা রিপোর্ট করে। আয়ের ধারা অব্যাহত থাকলে বছর শেষে আয় হতে পারে ১২ টাকার কাছাকাছি। আর পূর্বের যা ডিভিডেন্ড রেকর্ড তাতে ৮-৯ টাকা ডিভিডেন্ড পাবার আশা করাই যায়।

আগামী সেপ্টেম্বর নাগাদ হোল্ড করে ৮-৯ টাকা ডিভিডেন্ড নেয়ার উদ্দেশ্যে এপ্রিলের মাঝামাঝি সময়ে ১৫৪ এভারেজে শেয়ারটির কালেকশন শেষ করি। সমসাময়িক ব্যাংক সুদ হার ( ৫.৫ শতাংশ) ধর্তব্যে নিলে ৮-৯ টাকা ডিভিডেন্ড এর বাজার মূল্য দাঁড়ায় ১৪৬-১৬৪ টাকা। সে হিসাবে ১৭০-৭৫ টাকা পেলে বিক্রি করব, আর না পেলে ডিভিডেন্ড খাব এই ছিল টার্গেট।   




আমি প্রধানত ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করলেও টুকটাক টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করার চেষ্টা করি। আইডিয়াটার নাম টেকনো-ফান্ডামেন্টাল এনালাইসিস। এই উপায়ে ফান্ডামেন্টাল এনালাইসিস করে ষ্টক নির্বাচন করা হয়। শুধু নির্বাচিত স্টকটি কেনা-বেচার ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করা হয় মুনাফা বাড়ানোর উদ্দেশ্যে। সম্প্রতি ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল নিয়ে আমার কিঞ্চিৎ আগ্রহ জন্মেছে। এক্সপেরিমেন্ট হিসেবে এটি ব্যবহার করায় উক্ত বিনিয়োগে বাড়তি কিছু মুনাফা করার সুযোগ হয়েছে।

শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরণ করলে ১৫৪ তে কেনা স্টকগুল ১৭২ সেল দিয়েই ট্রেডটি শেষ হত। যাতে মুনাফা হত ১২ শতাংশ। ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল ব্যাবহার করায় বাড়তি আরেকটি ট্রেড করার সুযোগ পাই। এই ট্রেডে ১৭৫ পরবর্তি কারেকশনের সুযোগে ১৬৫ এভারেজে কেনা স্টকগুল ১৮৭ টাকায় বিক্রি করার মাধ্যমে মোট লাভের পরিমান ১২ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই বিনিয়োগে ফান্ডামেন্টালের অবদান ১২ শতাংশ আর বাকি ৮ শতাংশ মুনাফা এসেছে ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল থেকে।   

ছয় মাস অপেক্ষা করার মানসিক প্রস্তুতি নিয়ে বিনিয়োগটি শুরু করলেও মাত্র ১.৫ মাসেই টার্গেট পূরণ হয়ে যাওয়ায় আগাম মুনাফা নিয়ে সন্তুষ্ট চিত্তে ট্রেডটি ক্লোজ করেছি। এখন পর্যন্ত ২০১৭ সালের অন্যতম সফল বিনিয়োগ।

Technical Details (
Elliott wave principle):
Wave-1: 139 to 157 = 18
Wave-2: 157 to 146 = -11, About 61% retracement of wave-1.
Wave-3: 146 to 175.4 = 29.4, 161% extension of wave-1
Wave-4: 175.4 to 160.7 = -14.7, About 50% retracement of wave-3
Wave-5: 160.7 to 189.8 = 29.1, About 161% extension of wave-1

Wave-3 Forecast ( wave-1 =x)
1.00x: 164 - [accomplished on 02-05-2017]
1.38x: 170 - [accomplished on 04-05-2017]
1.50x: 173 - [accomplished on 04-05-2017]
1.61x: 175 - [accomplished on 07-05-2017]

Wave-4 Forecast ( wave-1=x) 
25% retracement 168.2 - [accomplished on 09-05-2017]
30% retracement 166.6 - [accomplished on 14-05-2017]
35% retracement 165.1 - [accomplished on 15-05-2017]
38% retracement 164.3 - [accomplished on 15-05-2017]
45% retracement 162.1 - [accomplished on 15-05-2017]
50% retracement 160.8 - [accomplished on 15-05-2017]

Wave-5 Forecast (X wave-1=x) : 
wave-1 X 1.00 extension 179 - [accomplished on 23-05-2017]
wave-1 X 1.61 extension 190

Exit from the trade at 187.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন