বিষয় সন্ধান

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

ভিডিও টিউটরিয়াল - ১

Part -1



শিক্ষনীয়:

১। প্রায় সব শেয়ারই পেটার্ন ও ট্রেন্ড অনুসরণ করে। তাই আমাদের উচিত তা অনুসরন করে সর্বনিম্ন বা তার কাছাকাছি থাকা দামে শেয়ার কিনে সর্বোচ্চ দামে বিক্রির অপেক্ষায় থাকা। মনে রাখুন কেনার সমই আপনাকে লাভের সম্ভবনা তৈরী করতে হবে।

২। ২য় উপায়টির সাথে আমি খুব একটা এক মত নই। সল্প সময়ে হয়ত কোন কম্পানির ব্যবসায়িক অবস্থা তার মূল্যে যথাযথ ভাবে প্রতিফলিত হয় না। বিনিয়োগকারীদের অতিরিক্ত উচ্চাসা বা ভীতির কারনেই এটি হয়। তবে ধীর্ঘ মেয়াদে অবস্বই কম্পানির ব্যবসায়িক ভাল/খারাপ অবস্থা তার মূল্যে যথাযথ ভাবে প্রতিফলিত হয়।

Part - 2



শিক্ষনীয়:

৩। কখনই গুজবকে হুবহু অনুসরন করবেন না।  আগে আপনার সমস্ত এনালািসিস কারা সামর্থ দিয়ে তথ্যের সত্যতা যাচাই করুন। বিশ্বাসযোগ্য হলে তবেই অনুসরন করুন।

৪| অবস্বই সব ট্রেডে স্টল লস সেট করুন।

৫। মূল্য কাংক্ষিত মাত্রায় এলে অবস্বই লাভ তুলে নিন। লাভ সাথে সাথে আবার বিনিয়োগ না করে কিছু সময় বিরতি দিন।

৬। প্রফিটকে ভালবাসুন কোন কম্পানীকে নয়। ইমোশনাল হয়ে কখনই বিনিয়োগ করবে না।

1 টি মন্তব্য: