বিষয় সন্ধান

শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

GBBPOWER: প্রচন্ড হতাশা যখন মুনফা দেয়

সময় কালঃ এপ্রিল ২০১৯ থেকে অক্টোবর ২০১৯, ৭ মাস
মুনফার পরিমানঃ ৩৫ শতাংশ।

২০১৮ সালে শেয়ার প্রতি ০.৯৪ টাকা মুনফা হওয়া সত্যেও কোম্পানিটি অভাবনীয় ভাবে নো ডিভিডেন্ড এর ঘোষনা দিয়ে বসে। মূলত গ্যাস সরবরাহকারী সরকারি কোম্পানির জরিমানার কবলে পড়ে পরিচালনা পরিষদের এমন আজব সিদ্ধান্ত। কেউ কেউ এটিকে পরিচালকদের কারয়াজি বলেও অভিযোগ করল। ফলাফল ১৮-২০ টাকায় ট্রেড হওয়া স্টকের ব্যাপক মূল্য পতন। এক দিকে বছর শেষে ডিভিডেন্ড না দেয়া অপরদিকে এ ক্যাটাগরি থেকে আচমকা জেড ক্যাটাগরিতে নেমে যাওয়ায় বিনিয়োগকারীরা চরম হতাশায় আক্রান্ত হয়ে পড়ে। আর বাজারের এমন চরম হতাশা (পেনিক সেল) অনেক সময় মুনফার সুযোগ নিয়ে হাজির হয়।

  















শুরুতে এটি নিয়ে আমার কোন আগ্এরহই ছিল না। কিন্তু এপ্রিল-মে মাসে বাজার পতনের আথে সাথে কোম্পানিটি ব্যাপক কারেকশনের স্বীকার হল। ১৯ টাকা এনেভির কোম্পানি নেমে আসল ৯-১০ টাকায়! মাত্র ১০০ কোটি পেইডাপের কোম্পানির কাছে তখন ব্যাংক এফডিয়ার ছিল ৬১ কোটি। পাশাপাশি কোন দীর্ঘ মেয়াদী ব্যাংক ঋণ ছিল না। অপর দিকে গ্যাস কোম্পানির জরিমানা প্রায় শোধ করে ফেলেছে এবং ইপিএস ও পজেটিভ রাখতে পারছে। সব কিছু দেখে আগ্রহ জাগল।

বিনিয়োগ হিসেবে জেড ক্যাটাগরির কোম্পানি বরাবরই আমার অপছন্দ। আবার ৯.৫-১০ টাকা বাজার মূল্য বিবেচনায় কোম্পানির ফান্ডামেন্টাল ও ফেলে দেয়ার মত না। অবশেষে নিজের সাথে অনেক যুদ্ধ করে শুধু মাত্র সর্ট ট্রেড (লাভ পেলেই মুনফা তুলে ভেগে যাওয়া) করার জন্য ১০ টাকায় এন্ট্রি নিয়ে ফেললা্ম এপ্রিলের মাঝামাঝি। ৩য় প্রান্তিক ভাল আসায় এবং বাজেটকে কেন্দ্র করে বাজার কিছুটা ভাল হওয়ায় মে মাসেই দাম ১২ টাকায় উঠে আসল। ১১ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত ধাপে ধাপে বিক্রি করায় আমার এভারেজ সেল প্রাইস হল ১১.৬ টাকা মুনফা হল ১৫ শতাংশ।

বাজেট ঘোষনার পর বাজার আবার পড়তে শুরু করল। বাংলাদেশে ব্যাংকের ২য় মনিটারি পলিসি ঘোষণার আগে আগে বাজার পরিস্থিতি হল আরো খারাপ। ১২ টাকা থেকে কমতে কমতে জিবিবি পাওয়ার আবার ১০ টাকার নিচে নেমে আসল। জুলাই এর মাঝামাঝি সা
হস করে আবার এন্টি নিলাম ১০ টাকায়। সেপ্টেম্বর মাসে জুন ক্লোজিং কোম্পানিগুলর ডিভিডেন্ড আসা শুরু হওয়ায় এই স্টক আবার ১২-১২.৫ টাকায় উঠে আসল। এবার বিক্রি করতে পারলাম ১২.২ টাকায় - সেকেন্ড রাউন্ডে মুনফা হল ২০ শতাংশ।

নভেম্বর মাসে বাজার পরিস্থিতি এত খারাপ হল যে ১০ টাকায় আবার কেনার সুযোগ পেয়েও খারাপ বজারে জেড গ্রুপ কোম্পানির ডীভিডেন্ড ফেস করার আহস করতে পারি নাই। তাই এবার আর এন্ট্রি নেয়া হয় নাই। নিলে ৪০-৫০% মুনফা হতে পারত। অবশ্য ২০১৯ সালের চরম খারাপ বাজারে এত বড় মুনফা মিস করার আফসোস না করে আমি বরং আগের দুই ট্রেডে মোট ৩৫% মুনফা লক করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি, আলহামদুলিল্লাহ। ২০১৯ সালে ক্লোজ করা অন্যতম লাভজনক একটি ট্রেড ছিল এই জিবিবি পাওয়ার। 

    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন