আমরা যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করি তারা কোম্পানির নাড়ি-নক্ষত্র ঘাটাঘাটি করতে করতে অস্থির হয়ে পড়ি। কিন্তু খুব সহজ একটা চেক আমরা করি না
ধরুন আপনার কাছে ১০ কোটি টাকা আছে । এই মুহুর্তে যে কোন ব্যাংকার আপনাকে ১০-১২% সুদ দিতে রাজি হবে যদি তা ৩/৫ বছরের জন্য এফডিআর করেন। প্রায় কোন রিস্ক না নিয়েই আপনি ১০-১২% মুনাফা পাবেন। তো আপনি এই আরামের বিনিয়োগ ছেড়ে ফিল্ডে নেমে ব্যবসা করার ঝুঁকি কখন নিবেন ? উত্তর একটাই - যখন আপনি ওই ১০-১২% এর চাইতে বেশি মুনাফা করতে পারবেন।
ঠিক একই হিসাব স্টক মার্র্কেটে লিস্টেড কোম্পানিগুলোর জন্য প্রজোয্য। যে কোম্পানির এনএভি ২০ টাকা তার এনুয়াল ইপিএস ২.৪ টাকার বেশি না হলে ঐ কোম্পানি বেঁচে দিয়ে সব টাকা ব্যাংকে এফডিআর করাই ভাল ! যদি সম্পদের বিপরীতে ব্যাংক ইন্টারেস্টের চাইতে বেশি মুনাফাই করতে না পারে তবে ওই ব্যবসায় জান-মাল খাটিয়ে কি লাভ ?
যদি কোন কোম্পানির রিটার্ন অন ইকুইটি (ROE) ব্যাংক ইন্টারেস্টের চাইতে কম হয় তবে শুরুতেই ওই কোম্পানি বাদ। এনুয়াল রিপোর্র্ট, বিজনেস প্রসপেক্ট ইত্যাদি হাবিজাবি ঘেটে সময় নষ্ট করা বেকার।
টার্ম টা খুব সোজা - রিটার্ন অন ইকুইটি (ROE) = ১০০*(এনুয়াল ইপিএস/এনএভি)
এবার আসুন আমাদের বাজারের অবস্হা দেখি -
মোট কোম্পানির সংখ্যা - ৩১৫ টা
ROE ১২% এর সমান বা বেশি এমন কোম্পানির সংখ্যা - ৮০
ROE ১৫% এর সমান বা বেশি এমন কোম্পানির সংখ্যা - ৪৯
ROE ২০% এর সমান বা বেশি এমন কোম্পানির সংখ্যা - ২২
ROE ২৫% এর সমান বা বেশি এমন কোম্পানির সংখ্যা - ১৩
মানে এই বাজারের ৩১৫-৮০ = ২৩৫ টা কোম্পানি লিস্টেড হয়েছে নিজেদের বেঁচে দেয়ার জন্য। যে বাজারে প্রতি ৩ টা কোম্পানির ২ টাই এসেছে ভবিষ্যতে হারিয়ে যাওয়ার জন্য সেই বাজারে অনেক হিসাব করে পা ফেলতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন