বিষয় সন্ধান

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

ইনকাম ইনভেস্টমেন্টঃ MPETROLEUM

বিনিয়োগ সময় কালঃ নভেম্বর ২০১৮ থেকে মার্চ ২০১৯,৪.৫ মাস।
মুনাফার হারঃ ৩৩ শতাংশ

ইনকাম ইনভেস্টমেন্টের প্রধান টার্গেট কোম্পানির ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইন এখানে মুখ্য নয়। তবে ডিভিডেন্ডের আগে পরে আশাতীত ক্যাপিটাল গেইন পেয়ে গেলে তা বুক করে ট্রেড ক্লোজ করা যেতে পারে।

MPETROLEUM – জ্বালানী খাতের কোম্পানিটি ৩য় প্রান্তিকে ১৮.১২ টাকা মুনাফা রিপোর্ট করে। যা আগের বছর একই সময়ে ছিল ১৪.৩১ টাকা। আয়ের ধারা অব্যাহত থাকলে বছর শেষে আয় হতে পারে ২৪/২৫ টাকার কাছাকাছি। আর পূর্বের যা ডিভিডেন্ড রেকর্ড তাতে ১২/১৩ টাকা ডিভিডেন্ড পাবার আশা করাই যায়।

Trading Code: MPETROLEUM
News: (Q3 Un-audited): EPS was Tk. 6.35 for January-March 2018 as against Tk. 4.19 for January-March 2017; EPS was Tk. 18.12 for July 2017-March 2018 as against Tk. 14.31 for July 2016-March 2017. NOCFPS was Tk. 32.27 for July 2017-March 2018 as against Tk. 24.32 for July 2016-March 2017. NAV per share was Tk. 98.47 as on March 31, 2018 and Tk. 91.35 as on June 30, 2017.
Post Date: 2018-04-23


মে ২০১৮ থেকেই শেয়ারটি ওয়াচ লিস্টে যোগ হয় তার ৩য় প্রান্তিকের ইম্রেসিভ আর্নিং এর জন্য। কিন্তু নির্বাচন পূর্ব টালমাটাল পরিস্থিতির কারণে বাজার সেই ভাবে রিয়েক্ট করে নি। শেয়ারটির দাম ১৮০-১৯০ লেভেলে ঘুরপাক খাচ্ছিল। তাই ওয়াচ লিস্টে রেখে ডিভিডেন্ডের যথা সম্ভব কাছাকাছি সময়ে কেনার ইচ্ছা ছিল। ১৮০-১৯০ রেঞ্জে কিনে ১২/১৩ টাকা ডিভিডেন্ড পেলে ঈল্ড দাঁড়ায় প্রায় ৭%! ডিভিডেন্ড ক্লেইম করার পর ২/৩ মায়েই তা ফ্রি হয়ে যাবে এই হিসাব করে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে কেনা শুরু করি এবং ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে আগে ১৮৬ এভারেজে কেনা শেষ করি। নভেম্বরের ২য় সপ্তাহে কোম্পানিটি ৩৩ টাকা ইপিএসের বিপরীতে ১৪০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করে। বলাই বাহুল্য ইপিএস এবং ক্যাশ ডিভিডেন্ড দুটিই ছিল ধারনার চাইতে বেশি। ফল সরূপ সেই সপ্তাহেই দাম ২০০ ছুঁয়ে যায়। ৪র্থ প্রান্তিকের ইপিএস বেশি আসায় ডিভিডেন্ড ক্লেইম করে পরের প্রান্তিকগুল দেখার সিদ্ধান্ত নিলাম।

Trading Code: MPETROLEUM
News: The Board of Directors has recommended 140% cash dividend for the year ended on June 30, 2018. Date of EGM & AGM: 12.01.2019, Time of EGM & AGM: 10:30 AM & 11:30 AM respectively, Venue: City Hall Convention Center, Agrabad Access Road, Chattogram. Record date for EGM & AGM: 02.12.2018. (cont.)
Post Date: 2018-11-08

২০১৮-২০১৯ অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকেও ইপিএস এর উর্ধগতি অব্যাহত ছিল। সাথে জাতীয় নির্বাচন শেষে বাজারেও তেজী ভাব ফিরে আছে। সব মিলিয়ে জানুয়ারী ২০১৯ এর শেষ সপ্তাহে দাম ২৪০ উঠে যায়। ২৩০ থেকেই ধাপে ধাপে বিক্রি শুরু করারায় আমার এভারেজ সেল প্রাইস দাঁড়ায় ২৩৫ টাকা। ট্রেড ক্লোজ করার পর মোট মুনফা দাড়ায় ১৪০% ক্যাশ (১০% ট্যাক্স কাটার পর ১২.৬ টাকা ডিভিডেন্ড গেইন) প্লাস ২৩৫-১৮৬= ৪৯ টাকা ক্যাপিটাল গেইন। ১৮৬ টাকা ইনভেস্টমেন্টে ৪.৫ মাসে ৬১.৬ টাকা মুনফা (৩৩%)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন