বিষয় সন্ধান

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

BXPHARMA : হুজুগেই সুযোগ

 

আলহামদুলিল্লাহ! ৭৫/৭৬ এ কিনে ছয় মাসের অপেক্ষা । ক্যাশ ডিভিডেন্ড পেয়েছি ৪ টাকা আর আজকে ৫০% সেল দিলাম ১০২ টাকায়। ৪০% মুনাফা।
এই বাজারে ফান্ডা না কি আন্ডা পারে। ঠিকঠাক চিনতে পারলে আর কম দামে কিনতে পারলে আন্ডা বেচে ও বড় মুনাফা করা যায়। সিক্রেট কিছু না। এক্সট্রিম আন্ডার ভ্যালুড স্টক আর গ্রাফে বড় সর গ্যাপ। কোম্পানির ব্যবসা ঠিক থাকলে গ্যাপ গুলা পুরন হবেই। এই বিশ্বাস ছিল বলেই প্যানিক মার্কেটে দরবেশ ট্যাগ থাকা সত্যেও কেনার সাহস করেছি। শোকর আলহামদুলিল্লাহ ধৈর্যের ফল পেয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন