বিষয় সন্ধান
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
BXPHARMA : হুজুগেই সুযোগ
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
গ্রামীণ ফোন : সবুরে মেওয়া ফলে
আল্লাহর অশেষ রহমতে প্রায় পাঁচ বছর অধ্যাবসায়ের পর একটা ধীর্ঘ মেয়াদী বিনিয়োগ লক্ষমাত্রা পূরণ হল আজ। ইচ্ছে ছিল গ্রামীণ ফোনের একচ্যুয়াল কস্টিং ১০০ টাকায় নামিয়ে আনব । ২০২০ সালের জুন-জুলাই মানে ২৫০ টাকায় ৩০০০ জিপি কিনে যাত্রা শুরু। ঐ বছর জিপি থেকে মূলত ডিভিডেন্ড পেয়েছি । ২০২১ সালে ডিভিডেন্ড এর পাশাপাশি ভাল একটা ক্যাপিটাল গেইন করি বাজার মূল্য ২৫০ থেকে ৩৯০ হওয়ার কারণে । বাজার মূল্য আবার ৩০০ এর নিচে নেমে আসয় বাই-ব্যাক শুরু করি। ২০২২ এবং ২০২২৩ এর আয়টা হয়েছে বাই-ব্যাক করা শেয়ার গুলর ডিভিডেন্ড গেইন থেকে হয়েছে। এই সময়ে ২০২১ সালের করা ক্যাপিটাল গেইন এবং ২০২২-২৩ সালের ডিভিডেন্ড দিয়ে হোল্ডিং শেয়ার সংখ্যা বৃদ্ধি করেছি। ২০২৪ এর আগস্টে এসে ডিভিডেন্ড গেইনের পাশাপাশি পার্শিয়াল সেল দিয়ে আকর্ষণীয় একটা ক্যাপিটাল গেইন ও হল । সব মিলিয়ে এই পাঁচ বছরে জিপি থেকে যত মুনাফা করেছি তা পোর্টফলিওর ক্রয় মূল্যের সাথে এডজাস্ট করলে আজকের দিনে (১৪ই আগস্ট ২০২৪ ) আমার প্রকৃত ক্রয় মূল্য ১০৬.৩ টাকা !
ছবিতে গত পাঁচ বছরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। পোর্টফলিতে জিপির প্রতিটা শেয়ারের ক্রয় মূল্য ২৮৯.৭৫ টাকা দেখালেও আমার প্রকৃত ক্রয় মূল্য ( যে টাকা আমি নিজের পকেট থেকে দিয়েছি) ১০৬.৩ টাকা । আর বাকি ২৮৯.৭৫ - ১০৬.৩ = ১৮৩.৪৫ টাকা হল জিপি থেকে পাওয়া গত পাঁচ বছরের মুনাফা ।
পরবর্তী লক্ষ প্রকৃত ক্রয় মূল্য শূন্যে নামিয়ে আনা। ইনশাল্লাহ আগামীতে বাৎসরিক ২৫ টাকা ক্যাশ ডিভিডেন্ড পেলে চার বছরেই লক্ষ পূরণ হয়ে যাবে । যদি এর মধ্যে আবারো ট্রেডিং করার সুযোগ পাই তবে আরও আগেই লক্ষ পূরণ হয়ে যাওয়া সম্ভব ।