বিষয় সন্ধান

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

BXPHARMA : হুজুগেই সুযোগ

 

আলহামদুলিল্লাহ! ৭৫/৭৬ এ কিনে ছয় মাসের অপেক্ষা । ক্যাশ ডিভিডেন্ড পেয়েছি ৪ টাকা আর আজকে ৫০% সেল দিলাম ১০২ টাকায়। ৪০% মুনাফা।
এই বাজারে ফান্ডা না কি আন্ডা পারে। ঠিকঠাক চিনতে পারলে আর কম দামে কিনতে পারলে আন্ডা বেচে ও বড় মুনাফা করা যায়। সিক্রেট কিছু না। এক্সট্রিম আন্ডার ভ্যালুড স্টক আর গ্রাফে বড় সর গ্যাপ। কোম্পানির ব্যবসা ঠিক থাকলে গ্যাপ গুলা পুরন হবেই। এই বিশ্বাস ছিল বলেই প্যানিক মার্কেটে দরবেশ ট্যাগ থাকা সত্যেও কেনার সাহস করেছি। শোকর আলহামদুলিল্লাহ ধৈর্যের ফল পেয়েছি।

বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

গ্রামীণ ফোন : সবুরে মেওয়া ফলে

 আল্লাহর অশেষ রহমতে প্রায় পাঁচ বছর অধ্যাবসায়ের পর একটা ধীর্ঘ মেয়াদী বিনিয়োগ লক্ষমাত্রা পূরণ হল আজ। ইচ্ছে ছিল গ্রামীণ ফোনের একচ্যুয়াল কস্টিং ১০০ টাকায় নামিয়ে আনব । ২০২০ সালের জুন-জুলাই মানে ২৫০ টাকায় ৩০০০ জিপি কিনে যাত্রা শুরু। ঐ বছর জিপি থেকে মূলত ডিভিডেন্ড পেয়েছি । ২০২১ সালে ডিভিডেন্ড এর পাশাপাশি ভাল একটা ক্যাপিটাল গেইন করি বাজার মূল্য ২৫০ থেকে ৩৯০ হওয়ার কারণে । বাজার মূল্য আবার ৩০০ এর নিচে নেমে আসয় বাই-ব্যাক শুরু করি।  ২০২২ এবং ২০২২৩ এর আয়টা হয়েছে বাই-ব্যাক করা শেয়ার গুলর ডিভিডেন্ড গেইন থেকে হয়েছে। এই সময়ে ২০২১ সালের করা ক্যাপিটাল গেইন এবং ২০২২-২৩ সালের ডিভিডেন্ড দিয়ে হোল্ডিং শেয়ার সংখ্যা বৃদ্ধি করেছি। ২০২৪ এর আগস্টে এসে ডিভিডেন্ড গেইনের পাশাপাশি পার্শিয়াল সেল দিয়ে আকর্ষণীয় একটা ক্যাপিটাল গেইন ও হল । সব মিলিয়ে এই পাঁচ বছরে জিপি থেকে যত মুনাফা করেছি তা  পোর্টফলিওর ক্রয় মূল্যের সাথে এডজাস্ট করলে আজকের দিনে (১৪ই আগস্ট ২০২৪ ) আমার প্রকৃত ক্রয় মূল্য ১০৬.৩ টাকা !


 ছবিতে গত পাঁচ বছরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। পোর্টফলিতে জিপির প্রতিটা শেয়ারের ক্রয় মূল্য ২৮৯.৭৫ টাকা দেখালেও আমার প্রকৃত ক্রয় মূল্য ( যে টাকা আমি নিজের পকেট থেকে দিয়েছি) ১০৬.৩ টাকা । আর বাকি ২৮৯.৭৫ - ১০৬.৩ = ১৮৩.৪৫ টাকা হল জিপি থেকে পাওয়া গত পাঁচ বছরের মুনাফা ।

পরবর্তী লক্ষ প্রকৃত ক্রয় মূল্য শূন্যে নামিয়ে আনা। ইনশাল্লাহ আগামীতে  বাৎসরিক ২৫ টাকা ক্যাশ ডিভিডেন্ড পেলে চার বছরেই লক্ষ পূরণ হয়ে যাবে । যদি এর মধ্যে আবারো ট্রেডিং করার সুযোগ পাই তবে আরও আগেই লক্ষ পূরণ হয়ে যাওয়া সম্ভব ।